একাদশী তালিকা ২০২৫ ইসকন, গোস্বামী মতে (নির্ভুল তালিকা)

একাদশী তালিকা ২০২৫

একাদশী তালিকা ২০২৫ ইসকন, গোস্বামী, বৈষ্ণব মতে: সনাতন ধর্মালম্বীদের কাছে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম যা বলে শেষ করা যায় না। তাই, চলতি বছরের একাদশী তালিকা 2025 ইসকন বা গোস্বামী মতে সম্পর্কে সবার জানা উচিত। এই পোষ্টের মাধ্যমে আপনি ক্যালেন্ডার বা তালিকা ছাড়াও একাদশীর নিয়ম, পারণের সময়, পারণের মন্ত্রসহ অনেক কিছু জানতে পারবেন।

সনাতনী দাদা এবং দিদিরা, শুরুতে আপনাকে জানাই নমষ্কার। আশা করি আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন। আপনারা যারা একাদশী ব্রত পালন করেন, তাদের জন্য নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো একাদশী তালিকা ২০২৫ ইসকন এবং গোস্বামী মতে যেটি সকলের জানা অতিব জরুরী। আপনি জেনে খুশি হবেন যে, এখান থেকে Ekadoshi Calendar Download করতে পারবেন।[adinserter block=”1″]

Ekadashi Talika 2025

Ekadashi Talika 2025
একাদশীর নামতারিখবারপারনের সময় (পরদিন)
সফলা একাদশী07 জানুয়ারীরবিবার7:35:10 AM to 9:50:13 AM
পৌষ পুত্রদা একাদশী21 জানুয়ারীরবিবার7:43:48 AM to 9:51:24 AM
শতিলা একাদশী6 ফেব্রুয়ারিমঙ্গলবার7:36:01 AM to 9:47:48 AM
জয়া একাদশী20 ফেব্রুয়ারিমঙ্গলবার7:24:45 AM to 09:40:52 AM
বিজয়া একাদশী6 মার্চবুধবার2:12:50 PM to 4:33:58 PM
আমলকি একাদশী20 মার্চবুধবার2:11:23 PM to 4:37:20 PM
পাপমোচনী একাদশী05 এপ্রিলশুক্রবার6:35:04 AM to 9:06:30 AM
কামদা একাদশী19 এপ্রিলশুক্রবার6:20:09 AM to 8:56:09 AM
বরুথিনী একাদশী4 মেশনিবার6:06:47 AM 08:47:15 AM
মোহিনী একাদশী19 মেরবিবার5:57:26 AM to 8:41:34 AM
অপারা একদশী02 জুনরবিবার8:38:02 AM to 8:39:36 AM
নির্জলা একাদশী18 জুনমঙ্গলবার5:53:25 AM to 8:41:03 AM
যোগিনী একাদশী02 জুলাইমঙ্গলবার5:57:40 AM to 8:44:43 AM
দেব শায়ানী একাদশী17 জুলাইবুধবার6:04:53 AM to 8:49:48 AM
কামিকা একাদশী31 জুলাইবুধবার6:12:40 AM to 8:54:28 AM
শ্রাবণ পুত্রদা একাদশী16 অগাস্টশুক্রবার6:21:32 AM to 8:58:50 AM
পরমা একাদশী29 অগাস্টবৃহস্পতিবার8:22:04 AM to 9:01:29 AM
পবিত্রারোপনী একাদশী14 সেপ্টেম্বরশনিবার6:36:11 AM to 9:04:04 AM
ইন্দিরা একাদশী28 সেপ্টেম্বরশনিবার6:43:11 AM to 9:06:20 AM
পাপংকুশ একাদশী14 অক্টোবরসোমবার6:52:08 AM to 9:09:55 AM
রমা একাদশী28 অক্টোবরসোমবার7:01:17 AM to 9:14:38 AM
উত্থান একাদশী12 নভেম্বরমঙ্গলবার7:12:30 AM to 9:21:38 AM
উৎপন্না একাদশী26 নভেম্বরমঙ্গলবার1:41:51 PM to 3:47:55 PM
মোক্ষদা একাদশী11 ডিসেম্বরবুধবার7:34:38 AM to 9:38:48 AM
সফলা একাদশী26 ডিসেম্বরবৃহস্পতিবার7:42:29 AM to 9:46:29 AM

একাদশী তালিকা ২০২৫

আমরা জানি আমাদের হিন্দু তথা সনাতন শাস্ত্রমতে একাদশীতে দুইটি শব্দ যুক্ত আছে। শব্দ দুটি হলো, এক এবং দশ। শাস্ত্র অনুসারে প্রতি মাসে দুইটি একাদশী পালিত হয়- একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। বলা হয়, একাদশী হলো আমাদের দশ ইন্দ্রিয় এবং মনের সকল কার্জকলাপকে জাগতিক দিক থেকে ঈশ্বরের দিকে রুপান্তিরত করা। এটাই হলো আসল একাদশী (Ekadoshi).

যার অর্থ হলো, আমাদের দশ (১০) ইন্দ্রিয় এবং এক মনকে নিয়ন্ত্রন করা উচিত। কাম, ক্রোধ ছাড়াও লোভ, লালসা ইত্যাদি আমাদের মনের মাঝে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। একাদশী হলো সাধনা বা তপস্যা যেটি প্রতিমাসে দুইবার পালন করা হয়।

ধর্ম শাস্ত্র অনুসারে জানা যায়, একাদশী তিথি ভগবান বিষ্ণুর (God Vishnu) কাছে খুবই প্রিয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে উপবাস পালনের মহিমা স্বয়ং শ্রীকৃষ্ণ (God Krishna) যুধিষ্ঠিরকে বলেছিলেন। যাই হোক, এবার একাদশী তালিকা ২০২৫ ইসকন ও গোস্বামী মতে সবার জন্য তুলে ধরা হলো। এখান থেকে হিন্দু পন্জিকা অনুসারে সঠিক Calendar পাবেন।[adinserter block=”1″]

২০২৫ সালের একাদশীর সমূর্ণ তালিকা

গতবছর অর্থাৎ ২০২৩ সালে ২৪ টি একাদশী পালিত হয়েছে। হিন্দু পন্জিকা (Hindu Calendar) অনুসারে গত বছরের শেষ একাদশী ছিলো মোক্ষদা একাদশী ব্রত, যেটি ২৩ ডিসেম্বর পালিত হয়েছে। তবে ২০২৫ সালে গতবছরের চেয়ে দুটি একাদশী বেশি পালিত হবে। সুতরাং এবছর ২৬ টি একাদশী পরেছে এবং প্রথমটি হলো “পুত্রদা একাদশী”, পালন হবে পৌষ অর্থাৎ জানুয়ারী মাসের ২ তারিখে। জেনে নিন Ekadashi Calendar 2025.

বছরের দ্বিতীয় একাদশী ”ষটতিলা” যেটি কৃষ্ণপক্ষের, পালিত হবে ১৮ জানুয়ারী। পারন করতে হবে পরদিন। ভৈমী বা জয়া একাদশী ১লা ফেব্রুয়ারি। বিজয়া একাদশী পালিত হবে ১৫ দিন পরে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি। বিস্তারিত সময়সূচি পেতে Ekadoshi Calendar PDF ডাউনলোড করতে হবে।

একাদশী তালিকা ২০২৫ ইসকন এবং গোস্বামী মতে

আমরা সবাই জানি, একাদশী ব্রত পালন শেষে পারন করতে হয়। তবে শাস্ত্রমতে, নির্দিষ্ট সময়ের মধ্যে পারন করতে হয়। আশা করি নিচে উল্লেখ করা একাদশী তালিকা আপনাদের সবার উপকারে আসবে।

নোট: একাদশী পারনের সময় ২০২৫ বাংলাদেশের সময় অনুযায়ী দেওয়া হয়েছে। টাইম জোন অনুযায়ী ভারতের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ৩০ মিনিট। তালিকা থেকে ৩০ মিনিট বিয়োগ করলে ভারতরে সময় পাওয়া যাবে।

আরো একটি তালিকা দেওয়া হলো, যেটা ভালো লাগে সেভ করে রাখুন।

আশা করি এই পোষ্টে উল্লেখিত ২০২৫ সালে একাদশী তালিকা আপনাদের উপকারে আসবে। এটি আপনাকে একাদশী পালনের জন্য সঠিক সময় জানাবে। আপনারা চাইলে এটি প্রিন্ট করে পূজোর ঘরে বা পড়ার টেবিলে রেখে দিতে পারেন।

সবশেষে, আমাদের একাদশী তালিকা ২০২৫ এ কোন ভুল-ভ্রান্তি থাকলে দয়া করে আমাদের জানাবেন। আমরা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমাদের শুভকামনার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।

Related Post

About the Author: Susmita

I am Susmita, Founder and Content Writer of this website. I love to write Educational Articles to help students to know exam date, admission test, exam results and more. If you liked this article, please share with your friends.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *